Posts

কোরআনে বৈপরীত্য আছে এমন অভিযোগের খন্ডন

মূ'র্খ ডট কম—এ কোরআনে বৈপরীত্য আছে বলে দাবি করে ৫৫টি অভিযোগ এনেছে। আলহামদুলিল্লাহ সবগুলোর জবাব লেখা হয়েছে (একটি পাচ্ছি না শুধু, সময় পেলে লিখে নিবো ইন শা আল্লাহ)। জবাবগুলোর লিংক নিচেয় দেয়া হলো। লেখাগুলো যেকেউ শেয়ার করতে অথবা কপি করে নিতে পারেন কোন অনুমতি ও ক্রেডিট দেয়ার প্রয়োজন নেই (অপশনাল)। সমস্ত প্রশংসা আল্লাহর। #ভূমিকা- সুরা নিসা আয়াত ৮২ তে আল্লাহ বলেন- اَفَلَا یَتَدَبَّرُوۡنَ الۡقُرۡاٰنَ ؕ وَ لَوۡ  کَانَ مِنۡ عِنۡدِ غَیۡرِ اللّٰہِ لَوَجَدُوۡا فِیۡہِ اخۡتِلَافًا کَثِیۡرًا ﴿۸۲﴾  তারা কি কুরআন নিয়ে গবেষণা করে না? আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হত, তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত। আরজ আলীর উত্তরসূরীদের কয়েকটি ব্লগ আছে যেখানে এই আয়াতের বিপক্ষে অবস্থান করে বেশকিছু আয়াত একে অপরের বিপরীত বলে দাবি করেছে। আমরা যাতে এই দাবি খন্ডন না করি সেজন্য জন্য আরো অনেকগুলো আয়াত দিয়ে সেখানে বলেছে "আল্লাহ বারবার জানিয়েছে যে কুরআন একটি সুস্পষ্ট কিতাব, সহজ কিতাব, বিস্তারিত ব্যাখ্যাকারী কিতাব।" তাই অন্য কোনভাবে ব্যাখ্যা দিয়ে নাকি বিরোধীতা করা যাবে না! যেসমস্ত আয়াতে বিস্তারি...